বগুড়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে রিকশা, সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানের উপহার হিসেবে চারজনকে রিকশা, পাঁচজন নারীদের সেলাই মেশিন, এবং চারজন সবজি বিক্রেতাকে ৫০০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা দেয়া হয়। ৩ এপ্রিল ২০২৪, বুধবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এসব বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “সরকারের এসডিজি অর্জনে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হবে।” তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করে আরও বলেন, “দারিদ্র্য দূর করতে সমাজের বিত্তবানদেরও উদ্যোগ নিতে হবে।” স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মুনলাইট সবার জন্য উদাহরণ। তারা কোনো বাণিজ্যিক কাজ করছে না, শুধুমাত্র মানুষের সেবামূলক কাজ পরিচালনা করছে। তাদের নানামুখী উদ্যোগে বহু মানুষ সেবা পাচ্ছে।”
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া মুনমুন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবা উল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থার বগুড়া জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম আখতারুজ্জামান, মুনলাইটের নির্বাহী পরিষদ সদস্য মনজুরুল হক টুটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।